• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

পরীক্ষা হলে মোবাইল নিয়ে প্রবেশ, শিক্ষার্থী বহিষ্কার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯  

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় মোবাইলের মাধ্যমে নকল করার দায়ে গাইবান্ধায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ ও আসাদুজ্জামান কলেজ থেকে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা বিষয়টি নিশ্চিত করে জানান, শতভাগ নকল মুক্ত পরীক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জেলার সকল পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় গাইবান্ধা মহিলা কলেজ ও আসাদুজ্জামান কলেজ কেন্দ্রে পরিদর্শনকালে সাত শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া যায়। এ সময় তাদের মোবাইলে নকল পাওয়া যায়। পরে নিয়ম অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।