• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বেরোবির সব ব্যাচের পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান সব ব্যাচের পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।
তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক -স্নাতকোত্তরসহ সকল ব্যাচের পরীক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। এসব ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত আইনের আওতায় আনা এবং আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে দেশের অন্তত ছয়টি ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে। আন্দোলনের মুখে সব ধরণের পরীক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিলো শিক্ষা মন্ত্রণালয়।