• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বেরোবিতে সহকারী প্রক্টরের দায়িত্বে অর্থনীতি বিভাগের বেলাল উদ্দীন 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুলাই ২০২১  

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন সহকারী প্রক্টর হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন।

রবিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। এই নিয়োগাদেশ ১১ জুলাই পুর্বাহ্ন থেকে কার্যকর হবে। পরবর্তি দুই বছর এই নিয়োগ বলবৎ থাকবে বলে নিয়োগাদেশে উল্লেখ করা হয়। 

নিয়োগ পাওয়ার পর রবিবার বিকালেই দায়িত্ব গ্রহণ করেন বেলাল উদ্দীন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।