• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বেরোবিতে প্রত্নতাত্ত্বিক স্থাপনার নমুনা প্রদর্শন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) ইতিহাস ও প্রত্নতাত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রাচীনযুগ, মধ্যযুগ, সুলতানি ও মোঘল আমলের বিভিন্ন স্থাপত্য ও নিদর্শনের নমুনা প্রদর্শনী হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের নিচে শেখ রাসেল মিডিয়া চত্বরের পাশে এসব স্থাপনার প্রদশর্নীর আয়োজন করা হয়। 

তৈরিকৃত নমুনা স্থাপত্য সমূহ হলো- বাংলাদেশের প্রতœস্থান গুলোর ম্যাপ, দিনাজপুরের কান্তজির মন্দির, চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, ঢাকার লালবাগ কেল্লা, কুমিল্লার শালবনবিহার, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, ঢাকার খান মোহাম্মদ মৃধার মসজিদ, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, কুমিল্লার ময়নামতি, ঢাকার খাজা শাহবাজ মসজিদ, টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ, রাজশাহীর বাঘা মসজিদ , নওগাঁর কুসুম্বা মসজিদ, বগুড়ায় অবস্থিত বেহুলার বাসরঘরের গোকুল মেধ, বগুড়ার ভাসু বিহারসহ প্রভৃতি। 

পুরো কাজের নেতৃত্ব দিয়েছেন ইতিহাস ও প্রতœতত্ত¡ বিভাগের শিক্ষক সোহাগ আলী। তার নেতৃত্বে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে প্রতি দলের সাতজন করে সদস্য নিয়ে তারা এসব প্রাচীন স্থাপত্যের নমুনা তৈরি করেন।