• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

ওয়েবে জাকিয়া মুনের জিরো ফিগার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০  

মডেল অভিনেত্রী জাকিয়া মুন এবার ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন। তাঁর অভিনীত প্রথম ওয়েব ফিল্ম হতে যাচ্ছে 'জিরো ফিগার'। পরিচালনা করবেন রাজু আলীম।

পরিচালক রাজু আলীম জানান, জানুয়ারি মাসে জিরো ফিগার ওয়েব ফিল্মের শুটিং করবেন। জাকিয়া মুন ছাড়াও ফ্যাশন ও মডেলিং সেক্টরের কয়েকজন পরিচিত মুখ সেখানে অভিনয় করবেন। পরিচালক বলেন, আধুনিক হতে গিয়ে অনেকে অতি আধুনিক হচ্ছে। এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম হুমকিতে পড়ছে। সেসব বিভিন্ন দিক তুলে ধরব।

'জিরো ফিগার'র গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা রাজু আলীমের। তিনি বলেন, জিরো ফিগার ওয়েব ফিল্মে একটি বার্তা থাকবে। আশা করছি, এমন গল্পের কাজটি দর্শক পছন্দ করবে। মুক্তি দেওয়া হবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

৩৮তম বিসিএস ডাক্তার পেশায় নিয়োগ পেয়েও মডেলিং ও অভিনয় করে যাচ্ছেন জাকিয়া মুন। তাঁর ইচ্ছা, আগামীতে অভিনয়ে আরো নিয়মিত হবে। ইতিমধ্যে আটটি নাটকে অভিনয় করেছেন। জাকিয়া মুন বলেন, অতি আধুনিক হতে গিয়ে আমরা বাঙালিয়ানা জিনিসটাই ভুলে যাচ্ছি। এমন চমৎকার গল্পে কাজের সুযোগ পেয়ে না করতে পারিনি।

'মিস অদ্বিতীয়া বাংলাদেশ-২০১২’ প্রতিযোগিতার বিজয়ী হন জাকিয়া মুন। বিজয়ী হওয়ার পর এর পাশাপাশি একই প্রতিযোগিতায় তিনি ‘বেস্ট কেটওয়াক’ এবং ‘বেস্ট ফটোজেনিক’ হিসেবেও অ্যাওয়ার্ড লাভ করেন। নাটকে অভিনয়ের পাশাপাশি চৈতি, ম্যাট্রিক্স, এপেক্স, জুঁই, আপন জুয়েলার্সসহ আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন।