• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

লতার শিয়রে শাহরুখের ‘মোনাজাত’ নিয়ে বিজেপি নেতার আপত্তি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২২  

লতা মঙ্গেশকরের অন্তিমশয্যায় বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খানের মোনাজাত ধরার ছবি অন্তর্জালে ভাইরাল হয়েছিল গতকাল। কিংবদন্তি গায়িকার মরদেহের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে মুসলিম রীতিতে মোনাজাত ধরেছেন শাহরুখ, পাশেই তাঁর ম্যানেজার পূজা দাদলানি দুই হাত জোড় করে হিন্দু রীতিতে প্রার্থনা করছিলেন। এক ফ্রেমে দুজনকে ধারণ করেন ফটোগ্রাফার। ধর্মীয় সম্প্রীতির এমন নজির দেখে প্রশংসা ঝরেছে ধর্ম-বর্ণ-নির্বিশেষে অনেক মানুষেরই।

অনেকেই এই ছবি নিয়ে প্রশংসা করলেও কারো কাছে এই ছবি ‘বিতর্কিত’। ভারতীয় জনতা পার্টির [বিজেপি] নেতা অরুণ যাদব টুইটারে প্রকাশ্যেই জানতে চাইলেন, প্রার্থনার নামে সুরসম্রাজ্ঞীকে ‘অসম্মান’ করেননি তো খান সাহেব? তাঁর সন্দেহ, বলিউড অভিনেতা লতার অন্তিম শয্যার সামনে দাঁড়িয়ে থুথু ছিটিয়েছেন! হরিয়ানা রাজ্যের ওই বিজেপি নেতা টুইটারে শাহরুখের মোনাজাতের ভিডিও শেয়ার করে জানতে চান, ‘ইনি কি থুথু ছিটালেন?’মোনাজাত শেষে শাহরুখ দুই পাশে ফুঁ দিচ্ছিলেন। এটা দেখেই অরুণ যাদবের এমনটা মনে হয়েছে।

অরুণের টুইটের প্রত্যুত্তরে অনেকেই শাহরুখবিরোধী মন্তব্য করেছেন। কেউ কেউ এমনও বলেন, লতাকে শ্রদ্ধা জানানোর নামে অসম্মান করেছেন বলিউড সুপারস্টার। শাহরুখ অবশ্য কোনো ছবি বা ভিডিও নিয়েই কোনো মন্তব্য করেননি।

তবে শাহরুখভক্তরা সেখানে ব্যাখ্যা দিয়েছেন। অরুণ যাদবের সমালোচনা করে তাঁরা বলেছে, ইসলাম ধর্মে মোনাজাতের পর ফুঁ দেওয়ার রীতি রয়েছে। এটি অশুভ আত্মাকে তাড়াতে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়। শাহরুখ তা-ই করেছেন। এতে প্রয়াত শিল্পীকে কোনোভাবেই অসম্মান করা হয়নি।