• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন গেল রোববার নিজ বাসায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকেই ইমপালস হসপিটালে ভর্তি আছেন। কিন্তু তার উন্নত চিকিৎসা প্রয়োজন, এজন্য গতকাল গণমাধ্যমে প্রধানমন্ত্রীর সাহায্যর জন্য আবেদন জানান।

এরপর মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলীকসহ আরো কয়েকজন। সেসময় প্রধানমন্ত্রী আমজাদ হোসেনের চিকিৎসার সব দায়িত্ব নেয়ার আশ্বাস দেন।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান।

তিনি বলেন, বাবার অসুস্থতার খবর পত্রিকায় পড়ে সকালবেলা প্রধানমন্ত্রীর দফতর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর আমাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিস্তারিত জানিয়েছি। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আমজাদ হোসেনর চিকিৎসার খরচ রাষ্ট্র বহন করবে। দেশে হোক আর বিদেশে হোক, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোহেল আরমান বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আমরা মুগ্ধ। তিনি নিজ থেকেই পত্রিকায় খবর পড়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।

প্রসঙ্গত, গোলাপী এখন ট্রেনে ও ভাত দে চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক (১৯৯৩) ও স্বাধীনতা পুরস্কারেও ভূষিত করে। এছাড়া সাহিত্য রচনার জন্য তিনি ১৯৯৩ ও ১৯৯৪ সালে দুইবার অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার ও ২০০৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।