• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ওপার বাংলার ছবিতে গায়কের চরিত্রেই রাহুল আনন্দ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

রাহুল আনন্দ যিনি সর্বমহলে সংগীত শিল্পী হিসেবেই পরিচিত। কিন্তু তিনি শুধু সংগীত শিল্পীই নন। একাধারে শিল্পী, অভিনেতা, নির্মাতা এবং চিত্রশিল্পী। নাট্যদল আরণ্যকে যোগ দেয়ার দুই বছর পর কয়েকজন বন্ধু মিলে গড়ে তোলেন প্রাচ্যনাট। মঞ্চ এবং টেলিভিশনে পরাবাস্তব চরিত্রগুলো মূর্ত করে তুলেছেন দর্শকের সামনে। তার চিত্রকলার মাধ্যম ভিডিও আর্টও দর্শককে এক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। শুধু গানের মানুষ হিসেবেও তার পরিচিতি নেহায়েত কম নয়। অসংখ্য টেলিভিশন নাটক এবং বিজ্ঞাপনচিত্রের আবহ সংগীতেরও নির্মাতা তিনি।

ব্যান্ড দল ‘জলের গান’র এই ভোকাল এবার অভিনয় করছেন কলকাতার একটি ছবিতে। ছবির নাম ‘রসগোল্লা’। এটি পরিচালনা করেছেন কলকাতার নন্দিতা-শিবপ্রসাদ এবং পাভেল। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ছবিতে রাহুল আনন্দ অভিনয় করেছেন গীতিকার, গায়ক রূপচাঁদ পক্ষীর চরিত্রে। ছবির গল্পে দেখা যায়, রূপচাঁদ পক্ষীর আদি নিবাস ছিল উড়িষ্যার চিল্লা হ্রদের তীরবর্তী অঞ্চলে।

রূপচাঁদ বড় হন কলকাতায়। স্বভাবকবির ধর্ম ও সুকণ্ঠ গায়কের প্রতিভা নিয়ে তিনি সংগীত জগতে প্রবেশ করেন এবং তৎকালে প্রচলিত পাঁচালি, কবিগান, আখড়াই ও টপ্পা জাতীয় গান গেয়ে লোকপ্রিয় হয়ে ওঠেন।

1.ওপার বাংলার ছবিতে গায়কের চরিত্রেই রাহুল আনন্দ

এমন একটি চরিত্রে অভিনয় প্রসঙ্গে রাহুল জানান, চরিত্রটি ছোটকিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ছবিতে গায়কের চরিত্রে অভিনয় করেছি, যা ব্যক্তিজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ বছরের শুরুর দিকে এর শুটিং করি। আর মাঝামাঝি সময় এর ডাবিং করে আসি কলকাতা থেকে।

এ ছাড়াও তিনি বলেন, ছবিটির সংগীত পরিচালক কালিকা প্রসাদ ভট্টাচার্য। তিনি হঠাৎ একদিন বলেছিলেন, ছবিতে অভিনয় করতে হবে। যখন অভিনয় করার জন্য কালিকা দা চূড়ান্ত প্রস্তাব দিলেন, আমি বলেছিলাম অবশ্যই অভিনয় করব। এর পরই তিনি মৃত্যুবরণ করেন।

রাহুল আনন্দ আরো জানান, এই ছবিটির মুক্তির দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। একই সঙ্গে প্রযোজনা সংস্থাটির আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।