• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কথা নয়, এবার সেদিনের ভিডিও প্রকাশ করলেন শাকিব

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২  

ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। সম্প্রতি তাদের ব্যক্তিজীবন নিয়েও বেশ চর্চা হয়েছে। তবে সবকিছুকে পাশ কাটিয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার একটি গানের শুটিং করেন তারা।

গত ১ অক্টোবর সকাল থেকেই রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তা ব্যবস্থায় শাকিব-বুবলীর গানের অংশের দৃশ্যধারণ করা হয়। তবে কেমন ছিল শুটিং? এমন প্রশ্ন যাদের মনে ঘুরপাক খাচ্ছে, তাদের জন্যই শাকিব খান তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন।

দেলোয়ার হোসেন দিলের গল্পে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। ২০২১ সালের ২৫ মে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল। শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়।