• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

সুপারহিরোর সাজে এফডিসিতে আরিফিন শুভ!

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

এবার সুপারহিরো হয়ে আসছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক আরিফিন শুভ। মঙ্গলবার সুপারহিরোর সাজে এফডিসিতে শুটিং করছেন তিনি। একটি স্যুপের বিজ্ঞাপনে প্রথমবারের মতো সুপারহিরো হিসেবে দেখা যাবে শুভকে। নর স্যুপের বিজ্ঞাপনটি বিশাল আয়োজনে নির্মাণ করছে অ্যাডকম। 

এ বিষয়ে শুভ বলেন, কাজটি আমি করছি কারণ, গল্পটি পছন্দ হয়েছে বলে। যেখানে আমি সুপারহিরো। রান্না করে স্যুপ বানিয়ে সবাইকে খাওয়াচ্ছি। সবার ক্ষুধা মেটাচ্ছি। বিজ্ঞাপনটির স্লোগানই হলো ‘ক্ষিধের জ্বালা স্যুপে মিটাও’। আমি সুপারহিরো সবার ক্ষিধা মেটাবো। বেশ ইন্টারেস্টিং।

জানা গেছে, এ বিজ্ঞাপনের পরিচালক ৩০ জন, সহকারী পরিচালক আছে ৮০ জন। এটি নির্মাণ হচ্ছে লাফিং এলিফ্যান্ট প্রেডাকাশনের ব্যানারে। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

সবশেষ গত মাসে আরিফিন শুভ ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঙ্গে ওয়ালটনের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন। সেই বিজ্ঞাপনটি নির্মাণ করেন তৌহিদ মিতুল। 

এদিকে বৃহস্পতিবার আমেরিকায় যাচ্ছেন শুভ। কারণ, দেশের পর সেখানে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা সাপলুডু। গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় বিদ্যা সিনহা মিম। ছবিটির প্রচারণা শেষে এ অভিনেতা দেশে ফিরবেন ৫ নভেম্বর।