• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

নতুন সুসংবাদ, বৃষ্টি কমে বাড়তে পারে শীত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২২  

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঘের বৃষ্টি আর বাতাসে শীত জেঁকে বসেছিল গতকাল। ছুটির দিন হওয়ায় দমকা হাওয়াসহ বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। 

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একাধিক স্থানে গতকাল বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া নিয়ে সুসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার বিকেলের পর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে। রোববার থেকে মূলত আকাশ মেঘমুক্ত হবে। এরপর শীত বাড়বে। দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় খুলনায় ৪৫ মিলিমিটার।

গতকাল খুলনায় টানা প্রায় দুই ঘণ্টা বৃষ্টি হয়। এ সময় নদীতে জোয়ার ছিল। নগরীর বেশির ভাগ সড়ক পানিতে নিমজ্জিত হয়। কোথাও কোথাও হাঁটুপানি জমে যায়। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, শীতকালে স্মরণকালের সবচেয়ে বেশি ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় খুলনায়।