• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বিয়ে বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ৬৩জন, আহত ১৮২

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৮২ জন।

শনিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত ৬ নম্বর ওয়ার্ডের ‘শাহরে দুবাই’ হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, বিয়ের অনুষ্ঠানে মঞ্চের কাছে বাদ্যযন্ত্র নিয়ে শিল্পীরা দাঁড়িয়ে ছিলেন। তাঁদের ঘিরে ছিল অনেক শিশু ও যুবক। সেখানেই হঠাৎ বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। আনন্দময় বিয়ের অনুষ্ঠানটি মুহূর্তেই বিষাদে পরিণত হয়।

এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি, তবে উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবান ও দায়েশ (আইএস) আফগানিস্তান ও পাকিস্তানের শিয়া হাজারা জনগোষ্ঠীকে লক্ষ্য করে মাঝেমধ্যেই এ ধরনের হামলা চালিয়ে থাকে।