• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

পোলান্ডে হঠাৎ বজ্রপাত ও ঝড়, শিশুসহ ৪ জনের প্রাণহানি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯  

পোল্যান্ডে আচমকা বজ্রপাত ও ঝড়ে, শিশুসহ অন্তত ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে (বাংলাদেশ সময় শুক্রবার) দেশটির টাত্রা পর্বতমালায় এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বজ্রপাত ও ঝড়ের সময় বেশিরভাগ লোক দেশটির অন্যতম জনপ্রিয় পর্বতচূড়া মাউন্ট জিয়ন্টে ওঠার জন্য একটি ধাতব ব্রিজের ওপর ছিলেন। আর তাতে পর্বতারোহীদের সবাই বিদ্যুৎস্পৃষ্ট হন।

বজ্রপাত ও ঝড়ে হতাহতের ঘটনায় শোক, সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন পোলিশ প্রধানমন্ত্রী ম্যাথিউজ মোরাভেস্কি।

এদিকে বজ্রপাত ও ঝড়ে নিহতদের স্মরণে শুক্রবার সারা দেশে শোক দিবস পালন করছে পোলিশরা।