• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

সু চির কর্মকাণ্ডে হতাশ আসিয়ান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

রোহিঙ্গা গণহত্যার পক্ষে অবস্থান নেয়ায় মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির প্রতি হতাশা ব্যক্ত করেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশসমূহের জোট আসিয়ান।

বুধবার সংস্থাটির সদস্য দেশগুলোর বর্তমান ও সাবেক পার্লামেন্ট সদস্যদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) এক বিবৃতিতে সু চির তীব্র সমালোচনা করে।

এপিএইচআর বলে, এক সময়ের গণতন্ত্রের পথিকৃৎ এখন যেভাবে রোহিঙ্গাদের মানবাধিকার লংঘনের ব্যাপারে আনা অভিযোগকে উল্টিয়ে দিতে এবং বাঁধাগ্রস্ত করতে চাইছেন, তা অত্যন্ত দুঃখজনক ও হতভম্ব করার মত ঘটনা।

মিয়ানমারের নেত্রীর আইসিজেতে শুনানীতে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতেই সংস্থাটি এই বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে।

এদিকে, মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী দেশটির সেনাবাহিনীর মুখপাত্রের বরাতে জানিয়েছে যে, মিয়ানমারের উপ সেনাপ্রধান জেনারেল সোয়ে উইন ঐ দেশটি সফররত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে জানিয়েছেন, মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গাম্বিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, মিয়ানমার নেত্রীর কর্মকাণ্ডে তারা হতাশ।

সূত্র : ভয়েস অব আমেরিকা