• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দুই টিকার শর্তে সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২২  

অস্ট্রেলিয়া প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো করোনা টিকা দেওয়া পর্যটক এবং অন্য ভিসাধারীদের জন্য তার সীমান্ত আবার খোলার ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘দুবার টিকা  পেয়ে থাকলে আমরা আপনাকে স্বাগত জানাতে প্রতীক্ষা করছি। ’

২১ ফেব্রুয়ারি আবার অস্ট্রেলীয় সীমান্ত খোলার বিষয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীসহ অনেক ক্ষেত্রের জন্যই হবে একটি বড় সুসংবাদ।

করোনাভাইরাস মহামারিতে অস্ট্রেলিয়ার নেওয়া সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল বিশ্বের সবচেয়ে কঠোরগুলোর একটি।

২০২০ সালের মার্চ মাসে দেশটির সরকার সীমান্ত বন্ধ করে দেয়। তখন থেকে বেশিরভাগ বিদেশিকে সে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য মোট বিদেশির আগমনের সংখ্যার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়।

গত ডিসেম্বর থেকে কিছু সংখ্যক বিদেশি শিক্ষার্থী এবং দক্ষ অভিবাসীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।