• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

‘মহা’ নামের ঘূর্ণিঝড় ভয়ংকর গতিতে ধেয়ে আসছেঃ ভারতে রেড এলার্ট জারি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯  

ভয়ংকর ঘূর্ণিঝড় ‘মহা’ ১৪০ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে। এর ফলে ভারতের গোয়া উপকূলে রেড এলার্ট জারি করা হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি আরব সাগরে ফুঁসছে।

দিল্লির আবহাওয়া দফতর জানিয়েছে, ‘মহা’ ক্রমশ শক্তি বাড়িয়ে ভারতের গোয়া উপকূলের দিকে ধেয়ে আসায় সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কায় গোয়া উপকূলে জারি করা হয়েছে সতর্কতা।

এদিকে ‘মহা’র প্রভাব পাশ্ববর্তী অন্যান্য রাজ্যগুলোতেও পড়েছে। এর ফলে কেরালা, কর্নাটক ও তামিলনাড়ুতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। লাক্ষাদ্বীপের আকাশও রয়েছে মেঘাচ্ছন্ন।

দেশটির আবহাওয়া দফতর আরো জানায়, আগামী ২৪ ঘণ্টায় দুর্যোগের মাত্রা ক্রমশই বাড়বে। আগাম ব্যবস্থা হিসেবে সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তাদের আশ্রয়ের বিকল্প ব্যবস্থা করা হয়েছে, যোগাযোগের জন্য খোলা হয়েছে হেল্প লাইন।

আবহাওয়াবিদদের মতে, গত ৫০ বছরের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। এর আগে আরব সাগরে ‘চপলা’ ও ‘মেঘ’ নামের দুটি ঘূর্ণিঝড় পরপর তৈরি হয়েছিল। কিন্তু সেগুলো তেমন কোন বিপদ ঘটাতে পারেনি।