• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

কবির জীবনের বাকি দিনগুলো পরিবারের সঙ্গে কাটাতে চান!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

নিজ ও পরিবারের ভাগ্যের চাকা ঘুরাতে ইতালি গিয়েছিলেন কবির আহমেদ। তবে চাকা ঘুরানোর আগেই মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন কবির। এক বছর আগে লিবিয়া থেকে ইতালি পাড়ি জমান এই রেমিটেন্স যোদ্ধা।

কবির আহমেদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার চাতার পাইয়া ইউনিয়নে পাছতুপা গ্রামে। বাবার নাম সিদ্দিকুর রহমান। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কোন কাজ করতে পারছেন না। কবির তার জীবনের বাকিটা সময় পরিবারের সঙ্গে কাটাতে চাইছেন।

এজন্য ইতালি প্রবাসীসহ দেশের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। কবির জানান, পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না। ইতালি থেকে দেশে যেতে এবং দেশে বসে চলার জন্য তেমন কেউ নেই আর্থিক যোগান দেয়ার মত। তার এই অন্তিম সময়ে একজন রেমিটেন্সযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রীর সুদৃষ্টিও তিনি কামনা করছেন।

কবির বলেন, গেল ৩টি বছর লিবিয়াতে কাটিয়েছি। তেমন একটা অর্থ উপার্জন করতে পারিনি। ভাগ্যের চাকা ঘুরাতে জীবনের ঝুঁকি নিয়ে ইতালি পাড়ি জমাই। কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। আসার পরই অসুস্থ হয়ে পড়ি। তাই ইতালি এসেও টাকা রোজগার করতে পারিনি। এখন দেশে যাবো কিভাবে, দেশে গিয়েই-বা কি করে চলবো। যার কারণে সবার কাছে সাহায্যের হাত বাড়ালাম। দেশে স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎই বা কী?

তিনি আরো বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। আমার শরীরের অবস্থা খুব খারাপ।

প্রসঙ্গত, কবির আহমেদের বিষয়টি নিয়ে দেশটির দূতাবাসকেও অবহিত করা হয়েছে। তিনি বর্তমানে ইতালির মানবিক সংস্থা কোয়াষ্টের অধীনে রয়েছেন।