• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ঈদে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে করণীয়

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২০  

বিশ্ব মহামারির কারণে এবারের ঈদ অন্য বছরের চেয়ে অনেকটাই আলাদা। করোনাভাইরাস সংক্রমণে আতঙ্ক আর হতাশায় নিমজ্জিত এবারের ঈদ। তবুও সংক্রমণের শঙ্কা ও আতঙ্ক নিয়েই ঈদযাত্রায় নিজ নিজ গন্তব্যে ছুটছে মানুষ। 

অনেকে আবার শহরেই রয়ে গেছেন। তবে যেখানেই থাকুন না কেন সচেতন থাকতে হবে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে নিয়ম মেনেই চলতে হবে। তাই ঈদে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে আগে থেকেই প্রস্তুতি নিন। জেনে নিন ঈদে করোনা সংক্রমণ কমাতে যে কাজগুলো করবেন-

> একান্ত প্রয়োজন ছাড়া ঘরেই থাকুন।  

> পরিবারের সবার সঙ্গে এই আনন্দের সময়টা ঘরেই কাটান।

> বাইরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রাখুন। 

> মাস্ক ব্যবহার করতে একেবারেই ভুলে যাবেন না। 

> ঘরে থাকলেও বারবার দুই হাত সাবান পানি দিয়ে পরিষ্কার করুন।

> কম মানুষের সান্নিধ্যে যাবেন।

> বদ্ধ জায়গা পরিহার করে খোলামেলা জায়গায় থাকুন।

> বাইরে বের হলে সংক্রমণের ঝুঁকি এড়াতে পারলে একা একা হাঁটুন।

> অন্যের সঙ্গে সীমিত আলাপ করুন। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন।

> খাবার বা পানীয় ভাগাভাগি করে খাবেন না। 

> বাচ্চাদের অন্যের খেলনা ব্যবহার করতে দেবেন না।

> বাইরে সমাবেশ করবেন না। আপাতত ঘরে লোকজন দাওয়াত করা বন্ধ রাখুন।

> ঈদ উপলক্ষে সব ধরনের আচার-অনুষ্ঠান থেকে বিরত থাকুন।