• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পূজোর সকালে আপনার প্রস্তুতি হোক ধাপে ধাপে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩  

 
উমা আসছে। আর পূজায় তাই আনন্দের নেই শেষ। পূজোতে বাড়তি আনন্দ যোগ হয় যখন রূপচর্চার ক্ষেত্রে আলাদা প্রস্তুতি রাখা যায়। পূজোর জন্য বিষয়টি যে জরুরি তাতে তো অন্তত সন্দেহ নেই। আর পূজোর ত্বকের যত্নে আমাদের সবসময় কিছু বিষয় মাথায় রাখতে হয়। তারপর ত্বক, চুল আর সারা শরীরের আলাদা যত্নের বিষয়টি ভুললে তো চলবে না।

সকালের রূপ-রুটিন ক্লিনজিং
স্বাভাবিক ত্বকের ক্ষেত্রে সালফেট ফ্রি ক্লিনজার ব্যবহার করা ভালো।
তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ক্লিনজিং জেল অথবা ফেসওয়াশ দিয়ে সকালে ভালো করে মুখ ধুয়ে নেওয়া যায়।
আবার শুষ্ক ত্বকের জন্য ক্ষার ছাড়া মাইল্ড ক্লিনজার আদর্শ।
সেনসিটিভ ত্বকের জন্যও মাইল্ড ক্লিনজার ব্যবহার করলেই ভালো।

এবার পালা টোনিং করার
স্বাভাবিক ও শুষ্ক ত্বকের ক্ষেত্রে অ্যালকোহল বা মধু, গোলাপজল এগুলো টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
তৈলাক্ত ত্বকের জন্য শসার রস, টমেটোর রস দিয়ে টোনিং করতে পারেন।
সেনসিটিভ ত্বকের জন্য টি-ট্রি অয়েল, অ্যাপেল সিডার ভিনিগার, গ্রিন টি এগুলো ভালো কাজ করে। কম্বিনেশন ত্বকে
এসেনশিয়াল অয়েল, টি-ট্রি অয়েল ব্যবহার করতে পারেন।
ময়েশ্চারাইজিং করতে ভুলবেন কেন

ত্বকের যত্নে ময়েশ্চারাইজিং কোনোভাবেই বাদ দেওয়া যাবে না।
স্বাভাবিক ও শুষ্ক ত্বকের ক্ষেত্রে মধু, আমন্ড অয়েল, নারকেল তেল দিয়ে ময়েশ্চারাইজিং করতে পারেন।
তৈলাক্ত ত্বকে অরগ্যান অয়েল মিরাকলের মতো কাজ করে। এ ছাড়া অ্যালোভেরা জেল ও রোজ এসেনশিয়াল অয়েলের মিশ্রণও ভালো ফল দেয়।
সেনসিটিভ ত্বকের জন্যে ভিটামিন ই অয়েল, এসেনশিয়াল অয়েল, অ্যালোভেরা জেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন।
এগুলো ছাড়াও দিনের বেলা বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। যেকোনো ত্বকের জন্যই সানস্ক্রিন জরুরি।

রাতের রূপ-রুটিন
পূজোর আয়োজন তো একদিনের না। তাই সকালে রূপচর্চার পর রাতে ভালোভাবে ত্বকের যত্নটা তো নেবেন।

স্ক্রাবিং
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে স্ক্রাবিং খুব উপকারী। কারণ এর ফলে ত্বকের এক্সফোলিয়েশন হয়। ত্বকের ওপরের মৃত কোষের স্তর পরিষ্কার হয় এবং ভেতরের উজ্জ্বল কোষস্তর ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

তৈলাক্ত ত্বক
ওটমিল, মধু ও ঘরে পাতা টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। এরপর আঙুল দিয়ে সার্কুলার মোশনে ধীরে ধীরে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর ভালো করে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে দুদিন এই স্ক্রাবিং করতে পারেন।

স্বাভাবিক ও শুষ্ক ত্বক
ভিজিয়ে রাখা আমন্ড বাদাম পেস্ট করে তার সঙ্গে দুধ, নারকেল তেল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ওপরের পদ্ধতিতে স্ক্রাবিং করতে পারেন। এতে ত্বকের এক্সফোলিয়েশনও হবে আর আর্দ্রতাও বজায় থাকবে।

সেনসিটিভ ত্বক
চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে তা দিয়ে স্ক্রাব করলে উপকার পাবেন। এ ছাড়া টমেটো কেটে তাতে চিনি মিশিয়ে তা দিয়েও স্ক্রাব করতে পারেন।