• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

উৎসবেও নিজের খেয়াল রাখুন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩  

উৎসবেও নিজের খেয়াল রাখুন                                
চলছে পূজোর ধূম। আর এ সময় পূজোর মন্ডপে ভক্তরা ভিড় করবে এমনটাই স্বাভাবিক। তবে পূজোর মন্ডপে যেহেতু বহু মানুষের জমায়েত হয় তাই কিছু বিষয়ে সাবধান থাকা জরুরি। 

পর্যাপ্ত পানি পান করুন
পূজোর সময় মণ্ডপে গরম থাকবে এমনটাই স্বাভাবিক। এই উত্তাপে শরীর ডিহাইড্রেটেড হতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করুন। এমনকি ডাবের পানিও পান করুন। সেটা সবচেয়ে ভালো হয়। অনেকে মন্ডপ দেখতে গিয়ে অসুস্থ হয়ে যান। আর এই গরমে এমন হওয়া খুব স্বাভাবিক। 

নতুন জুতোর যন্ত্রণা
মন্ডপে নতুন সাজেই যাবেন। তবে নতুন জুতো পায়ে কামড়ে ধরে। তাই অবশ্যই প্রস্তুতি রাখবেন। অল্টারনেটিভ ব্যবস্থা রাখা জরুরি। 

ভিড়ে হারালে
ভিড়ে আপনি না হারালেও বাচ্চারা হারাতে পারে। এ সময় আপনি প্যানিক করলে গরম আর পূজোর পরিবেশে অসুস্থ হয়ে পড়বেন। ঠান্ডা মাথায় সামলানোর চেষ্টা করুন। সতর্ক থাকুন।  

মানিব্যাগের সুরক্ষা
যেকোনো ভিড়ই চোরদের উপযুক্ত পরিবেশ। তাই ভিড়ে মণ্ডপে মানিব্যাগ সামলে রাখুন।