• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  

প্রান্তিক জনগোষ্ঠির জ্ঞান ভিত্তিক কৃষি প্রতিবেশ শিক্ষা ও গবেষণা-২০১৯ উপলক্ষে সংলাপ অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করেন রিচার্স ইনিসিয়েটিভ অব বাংলাদেশ (আরআইবি)। এতে প্রাকৃতিক উপায়ে জৈব সারের মাধ্যমে ফসল উৎপাদন বিষয়ক গবেষণার তথ্য উপস্থাপন করেন আরআইবি’র উপ-পরিচালক সুরাইয়া বেগম।

বক্তব্য দেন কৃষি বিভাগের প্রাক্তন উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। সদর উপজেলার সোনারায় ইউনিয়নের জয়চন্ডি গ্রামের ৭জন কৃষকসহ ৫০জন সংলাপে অংশগ্রহণ করেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ এনজিও, সাংবাদিক ও নারীরা অংশগ্রহণ করেন।