• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরে চলছে মাস্ক তৈরির ধুম     

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

সৈয়দপুরে প্রায় ২০টির মতো ক্যাপ তৈরির কারখানায় তৈরি হচ্ছে মাস্ক। সংক্রমণ ঠেকাতে কার্যকর এসব মাস্ক বাজারে সরবরাহ হচ্ছে খুবই কম মূল্যে।

সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর শহরের উপকণ্ঠে চৌমুহনী বাজার এলাকায় দেখা গেছে মাস্ক তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। দেলোয়ার হোসেনের কারখানায় চলছে ২০টি স্বয়ংক্রিয় মেশিন। ঐ মেশিনে মাস্ক তৈরি হচ্ছিল। তিনি বলেন, বাজারে ব্যাপক চাহিদা। আমরাও মনে করলাম মানুষের সেবায় কাজে লেগে পড়ি। আর তাই ক্যাপ তৈরি বন্ধ রেখে মাস্ক বানাচ্ছি। প্রতিদিন তার কারখানায় পাঁচ থেকে ছয় হাজার মাস্ক তৈরি হচ্ছে। পাইকাররা এসব নিয়ে যাচ্ছেন কিনে। ১৩ থেকে ২০ টাকায় এসব সরবরাহ করা হচ্ছে।

একই এলাকার কারখানার মালিক জাবেদুল হক মন্ডল নিজেই ডাইসে কাপড় কাটতে বসেছেন। নেট, রেক্সিন, সুতি কাপড়, টিসু ইত্যাদি উপকরণ দিয়ে মাস্ক বানাচ্ছেন তারা। জাবেদুল হক মন্ডল জানান, এত অর্ডার পাচ্ছি। তাই রাতদিন পরিশ্রম করতে হচ্ছে।

সৈয়দপুুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, সৈয়দপুরের কয়েকটি কারখানায় মাস্ক তৈরি হচ্ছে। এটি অত্যন্ত ভালো উদ্যোগ।