• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে কারাগারে বন্দিদের জন্য ফোন সেবা চালু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

নীলফামারী কারাগারের বন্দিরা প্রতি সপ্তাহে একদিন পরিবারের সাথে ফোনে কথা বলতে পারবেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মুজিব বর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। 

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, জেল সুপার আরিফ হোসেন ও করাগারের জেলার মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন। 

জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে নীলফামারী কারাগারের বন্দিরা এই সুবিধা ভোগ করতে পারবেন। এই সুবিধায় বন্দিরা প্রতি সপ্তাতে এক দিন করে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারবেন।