• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

মাথা ন্যাড়া করার হিড়িক পড়েছে নীলফামারীতে!

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০  

লকডাউন নীলফামারীতে সেলুনের দোকান বন্ধ থাকায় পাড়া-মহল্লার ঘরে ঘরে  মাথা ন্যাড়া করার হিড়িক পড়েছে নীলফামারীতে। করোনায় লকডাউনে দোকান বন্ধ থাকায় এমনটি হচ্ছে বলে জানিয়েছেন অনেকে। আজ রবিবার(১৯ এপ্রিল/২০২০) খোজ নিয়ে জানা যায় এ ঘটনা। 

নীলফামারী জেলা শহরের নিউবাবুপাড়ার অহিদুল ইসলাম জানায়, সেলুন বন্ধ, চুলকাটার সমস্যা। তাই ন্যাড়া করেছি। তাছাড়া সেলুনের দোকানের অস্ত্রপাতি নিরাপদ নয়। করোনাভাইরাস কোথায় আছে তা তো চোখে দেখা যায়। এজন্য নিরাপদ থাকাই ভালো। তাই ঘরে বসে ন্যাড়া করতে হয়েছে।

জেলা সদরের টুপামারি ইউনিয়নের সুখধন গ্রামের ডা. রেজাউল করিম রঞ্জু ও মনোয়ার হোসেন মনাই জানান, এই মূহুর্তে সেলুনের দোকানে চুল কাটা নিরাপদ নয়। তাই বাসায় বসে মাথা নেড়ে করা হয়েছে।

এদিকে, উপজেলার টুপামারী, রামনগর, কচুকাটা, পঞ্চপুকুর, সোনারায়, ইটাখোলা, খোকশাবাড়ী, সংগলশীসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে একই চিত্র দেখা যায়। এছাড়াও বাহালী পাড়া গ্রামের ১০ বন্ধু একসঙ্গে মাথা নেড়ে করেছে।

উপজেলার রামনগর ইউনিয়নের বাহালী পাড়া কাছাড়ি বাজারের সেলুনের মালিক যতিন চন্দ্র রায় জানান, করোনার কারণে হাট-বাজারে লোকজন আসা বন্ধ হয়েছে। দোকানের কাজ বন্ধ থাকায় ছেলে-মেয়ে নিয়ে বড় বিপদে পড়েছি। স্থানীয় প্রশাসনের কাছে ত্রাণের আবেদন জানিয়েছেন ওই নরসুন্দর।