• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরে নকল ওষুধ কারখানার মালিকের কারাদণ্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২০  

নীলফামারীর সৈয়দপুর শহরের একটি ইউনানী ওষুধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে র‌্যাব। এ সময় আটক কারখানা মালিক আতিয়ার রহমানকে (৪৬) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল এলাকার মাহবুবা প্লাজায় অবস্থিত রেক্সটন ল্যাবরেটরিজ (ইউনানী) নামের কারখানায় এ অভিযান চলে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১৩ রংপুর ও র‌্যাব- ১৪ ময়মনসিংহের যৌথদল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে সৈয়দপুরে। ময়মনসিংহে নকল ওষুধ বিক্রেতাদের কাছে থেকে তথ্য পেয়ে র‌্যাব এ কারখানায় অভিযান চালায়। অভিযুক্ত আতিয়ার রহমানের হেফাজত থেকে চার কার্টুন নকল প্যানটোনেক্স ট্যাবলেট উদ্ধার হয়েছে। এছাড়া তার কারখানায় দুটি ড্রামে রাখা ছিল বিপুল পরিমাণ খোলা ট্যাবলেট। 

অভিযানে র‌্যাব-১৩ রংপুর সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার আবুল কালাম আজাদ, র‌্যাব- ১৪ ময়মনসিংহের সহকারি পুলিশ সুপার তৌফিকুল আলম, উপ-পরিদর্শক মো. ফিরোজসহ র‌্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আটক কারখানা মালিক আতিয়ার রহমানকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার সাজা প্রদান করেন। তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ সময় উদ্ধার হওয়া নকল ওষুধ ধ্বংস করা হয়। সাজাপ্রাপ্ত আতিয়ার রহমানকে জেল হাজতে পাঠানো হয়েছে।