• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কিশোরগঞ্জে ব্রিজের পাটাতন ভেঙ্গে ট্রাক আটকে পড়ায় দুর্ভোগ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০  

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর উপর বেইলি ব্রিজটি পণ্যবাহী ট্রাক পারাপারের সময় পাটাতন ভেঙ্গে ব্রিজের মাঝখানেই আটকে যায়। রবিবার সকাল ১১টায় এ ঘটনার পর থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই উপজেলার সঙ্গে সহজ পথ রংপুরের তারাগঞ্জ উপজেলার যান চলাচল। এতে স্থবির হয়ে পড়েছে দুপারের ব্যবসায়ীদের বাণিজ্য।

জানা যায়, কিশোরগঞ্জ উপজেলা সদর হতে উপজেলার চাঁদখানা ইউনিয়ন হয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার যাতায়াতের একমাত্র সড়কের বেইলি ব্রিজটি সংস্কার না করায় এর অনেকগুলো পাটাতনে মরিচা পড়ে ভাঙ্গতে শুরু করে। দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চালানো হলেও প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং এতে আহত হচ্ছেন অনেকে। ভারি যানবাহন চলাচলের সময় পাটাতন ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়েই চলাচল করতে হচ্ছে দুই পারের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। এছাড়া ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল নিষেধ হলেও তা উপেক্ষা করে প্রতিদিন কয়েকশ ভারি যান চলাচল করছে। 

এ ব্যাপারে চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান জানান, বিষয়টি উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগকে অবগত করেছি।