• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে হরিজন যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১  

হরিজন সম্প্রদায়ের যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার শুক্রবার(১ জানুয়ারী/২০২১) বিকেলে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। 
সরকারী কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমান। বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র নাথ বর্ধণ বাপ্পী ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মাজেদুর রহমান প্রমুখ। 

টিটিসি অধ্যক্ষ জিয়াউর রহমান জানান, এই কেন্দ্রে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এতে অংশগ্রহণ করে হরিজন সম্প্রদায়ের যুবরা প্রশিক্ষিত হয়ে অর্থনৈতিক কর্মকান্ডে জড়িত হতে পারে। আমরা হরিজন যুবদের উন্নয়নের মাধ্যমে সমাজের মুলধারায় সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে কাজ করছি।