• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মামলায় হেরে গিয়ে পিতা ও পুত্রকে পিটিয়ে জখম

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮  

নীলফামারীর ডোমারে মামলায় হেরে গিয়ে বাদীপক্ষের পিতা ও পুত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার গোমনাতী ইউনিয়নের ৯নং ওয়ার্ড হেমতপাড়া গ্রামে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে মোজাম্মেল হক ও তার ছেলে মজনু রহমানের সাথে প্রতিবেশী ধনে উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম ও মৃত মজির উদ্দিনের ছেলে ইয়াকফর আলীর জমি  নিয়ে মামলা চলে আসছিল।

বিবাদী পক্ষ ইয়াকফর গং মামলায় হেরে যান। বাদীপক্ষ মজনু গং আদালত হতে ডিক্রি প্রাপ্ত হয়। এরই জের ধরে ঘটনার দিন সকাল ৯টায় বিবাদীরা বাদীপক্ষকে গালমন্দ করতে থাকে। এর কারণ জানতে চাইলে ইয়াকফর, রাকিব ও আবু হানিফ মিলে লাঠি, সোটা নিয়ে মজনু ও তার বাবা মোজাম্মেল, মা মর্জিনা ও মজনুর স্ত্রী ফাহিমা আক্তারকে বেধরক মারপিট করে। ফলে তারা গুরুতর আহত হয়। এলাকাবাসী দুর্বৃত্ততের কবল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে মজনুর পিতা মোজাম্মেল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তবরত চিকিৎসক তাকে রংপুরে নেয়ার পরামর্শ দেন  ।

এ বিষয়ে মজনুর স্ত্রী ফাহিমা আক্তার বাদী হয়ে ডোমার থানায় ৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। 
এ বিষয়ে ডোমার থানার এসআই আবু তালেব জানান, উভয় পক্ষকে থানায় ডেকেছি। মিমাংসা হলে ভালো। অন্যথায় দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।