• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঈদ উপলক্ষে ডিমলায় হতদরিদ্রদের মাঝে অর্থ বিতরণ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মে ২০২১  

নীলফামারীর ডিমলায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়নের হতদরিদ্র মোট ৬৭ হাজার ১৮৮ জন সুবিধাভোগীদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মোট ৩ কোটি ২ লাখ ৩৪ হাজার ৬০০ ভিজিএফ (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ভিত্তিক সুবিধাভোগীদের প্রত্যেকের মাঝে ৪৫০ টাকা করে ভিজিএফ (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।

এর মধ্যে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নে ৫ হাজার ৪০৫ জনের মাঝে ২৪ লাখ ৩২ হাজার ২৫০ টাকা, বালাপাড়া ইউনিয়নে ৭ হাজার ৯৩৪ জনের মাঝে ৩৫ লাখ ৭০ হাজার ৩০০ টাকা, ডিমলা সদর ইউনিয়নে ১০ হাজার ৮শ জনের মাঝে ৪৮ লাখ ৬০ হাজার টাকা, খগাখড়িবাড়ী ইউনিয়নে ৫ হাজার ৮৮ জনের মাঝে ২২ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা, গয়াবাড়ী ইউনিয়নে ৫ হাজার ৪৮৮ জনের মাঝে ২৪ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা, নাউতারা ইউনিয়নে ৮ হাজার ৪৮১ জনের মাঝে ৩৮ লাখ ১৬ হাজার ৪৫০ টাকা, খালিশা চাপানী ইউনিয়নের ৭ হাজার ৯৯০ জনের মাঝে ৩৫ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা, ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ৮ হাজার ২২০ জনের মাঝে ৩৬ লাখ ৯৯ হাজার টাকা, টেপাখড়িবাড়ী ইউনিয়নে ৪ হাজার ৩৩৪ জনের মাঝে ১৯ লাখ ৫০ হাজার ৩০০ টাকা ও পূর্বছাতনাই ইউনিয়নে ৩ হাজার ৪৪৮ জনের মাঝে ১৫ লাখ ৫১ হাজার ৬০০ টাকা ভিজিএফ (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেজবাহুর রহমান মানিক, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম ও স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানসহ ট্যাগ অফিসারগন উপস্থিত ছিলেন।