• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ডোমারে পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২১  

ডোমার উপজেলায় আবারও পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষক। প্রতি বছর পাটের চাষ বেড়ে চলেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা গেছে, এবার ৫৫ হেক্টর বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪০৫ হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে।

মির্জাগঞ্জ এলাকার কৃষক তুষার সিদ্দিকী বলেন, ‘পাট চাষে খরচ খুব কম। চারা কিছুটা বড় হলে আর সার দিতে হয় না।’ বোড়াগাড়ী ইউনিয়নের কৃষক প্রতাপ চন্দ্রও একই কথা বলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান জানান, কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়াতে পাট দপ্তরের সঙ্গে আমরা কাজ করছি।’