• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরে হারিয়ে যেতে বসেছে কদম ফুল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জুন ২০২১  

জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে তপ্ত দেহমনে স্বস্তির ছোঁয়া নিয়ে এসেছে আষাঢ়। আর ‘কদম ফুল’ ছাড়া আষাঢ় যেন কল্পনা করা যায় না। তবে এখন কদম যেন দুর্লভ ফুলের নাম।

যে কদম ফুল আষাঢ়ের বার্তা বাহক, সৈয়দপুরে তা হারিয়ে যেতে বসেছে। উপজেলার কোথাও এখন আর আগের মতো কদম গাছ চোখে পড়ে না। এক সময় আষাঢ়ের পুরো সময়টা কদম গাছ ফুলে ফুলে ভরে থাকত।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, মানুষ এখন কদম গাছের বদলে মেহগনিসহ অন্য দামি গাছ রোপণে ঝুঁকছে। তাই উপজেলায় আগের মতো আর কদম গাছ নেই।