• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন জলঢাকা পৌরসভা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুন ২০২১  

নীলফামারীর জলঢাকা পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের পৌর বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার(৩০ জুন) সন্ধ্যা ৭টায় জলঢাকা পৌরসভার সভা কক্ষে ৫৫ কোটি ৪২ লাখ ৩০হাজার ৭১৪ টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু।

এসময় এসময় ১৩ লাখ ৬৯ হাজার ৭শত ১৪ টাকা উদ্ধত্ত রেখে বাজেট ঘোষণা করেন তিনি। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত, উপজেলা জাতীয়পাটির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, মটর শ্রমিকের সভাপতি আব্দুল মজিদ, পৌর সচিব আশরাফুজ্জামান, প্যানেল মেয়র রঞ্জিত কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কর্মকর্তা রউফুল আলম।    

জলঢাকা পৌরসভার আয়োজনে বাজেট সভায় উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যাক্তি, কাউন্সিলর ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।