• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুলাই ২০২১  

নীলফামারীর ডোমারে মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউপির নন্দীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে আটকে থাকা গরু বাঁচাতে গিয়ে ফনি বর্মন নামে এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়। দেখতে পেয়ে ফনির স্ত্রী বিরোবালা স্বামীকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলে ফনি বর্মণের মৃত্যু হলে তার স্ত্রী বিরোবালাকে প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিরোবালাকে মৃত ঘোষণা করেন। 
 
স্থানীয়রা জানান, এক কিলোমিটার দূরে বাঁশের খুঁটিতে খোলা তারে নেসকো’র সেচ পাম্পের সংযোগ নেয় মৃত নগেন্দ্রনাথের ছেলে ধর্ম নারায়ণ। সেই সংযোগ তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। ছেঁড়া তারে কৃষক ফনি বর্মণের মাঠে বাঁধা একটি গরুর দড়ি আটকে ছিল। গরুটি আনতে গিয়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে পড়ে যান। দেখতে পেয়ে তার স্ত্রী বিরোবালা স্বামীকে উঠাতে গেলে স্বামী স্ত্রী দু’জনেই বিদ্যুাতায়িত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে। এছাড়াও আরেক প্রতিবেশীর ২৫ হাজার টাকা মূল্যের একটি গরু বিদ্যুাতায়িত হয়ে মারা যায়। 

বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।