• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরে চোলাই মদ জব্দ, একজনের কারাদণ্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

নীলফামারীর সৈয়দপুরে চোলাই মদসহ আটক এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৩ জুলাই) রাতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রাতে সৈয়দপুর টার্মিনাল সংলগ্ন পার্বতীপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে হাজারীহাটের খিয়ারের জুম্মা অতিক্রম করলে বিধিনিষেধ অমান্যকারী অনেকেই তখন নিমেষেই আলো জ্বালিয়ে রেখে দোকান পাটে তালা লাগিয়ে পালিয়ে যান। অনেকে তালা লাগানোর সুযোগও পাননি। দোকানের ঝাপ ফেলে পালিয়েছেন।  

সেখানে বাজারের এক কোনে একটি ঘরে চোলাই মদসহ একজনকে আটক করা হয়। পরে ওই ব্যক্তিকে এক মাসের জেল এবং ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আবু তাহের সিদ্দিকী, সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান।