• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ডোমারে কোরবানির জন্য সবচেয়ে বড় গরু সাড়ে ২৮ মণের ‘হিটলার’ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জুলাই ২০২১  

নীলফামারীর ডোমার উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল মাঝিয়ালী ডাঙ্গা এলাকায় বসবাস করেন গরু ব্যবসায়ী বেকনুর রহমান। তিনি শখের বশে তিন বছর আগে দিনাজপুরের কাহারোল থেকে বিদেশি হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এক বছর বয়সী একটি এঁড়ে বাছুর ৫৩ হাজার টাকায় ক্রয় করেন। 

কৃষির পাশাপাশি গরু বেচাকেনার ব্যবসা করলেও বিদেশি এঁড়ে বাছুরটি বাড়িতে রেখে লালন পালন শুরু করেন। দেখতে সুঠাম ও শক্তিশালী দেখায় নাম রাখেন ‘হিটলার’। ব্যবসার কাজে নিজে বেশি সময় বাড়ির বাইরে অবস্থান করায় হিটলারের দেখার দায়িত্ব পড়ে ছেলে সামীম ইসলামের ওপর। 

সামীম ইসলাম জানান, বাছুরটি ক্রয়ের পর থেকে ঘাস, খড়, খৈল ও ভুষি খাওয়ানো হতো। দিনদিন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাওয়ার পরিমাণ বৃদ্ধি পায়। এখন প্রত্যহ খাওয়া খরচ প্রায় ৪০০ টাকা লাগে। অনেক বড় হয়ে গেলো হিটলার। লম্বায় ৯ ফুট ও উচ্চতায় সাড়ে ৫ ফুট। মিটার স্কেলে ওজন করেছি। ওজন হয়েছে সাড়ে ২৮ মণ। 

বেকনুর রহমান বলেন, এবারে কোরবানি ঈদের জন্য হিটলাকে ঢাকায় নিয়ে যেতে চেয়েছি। কিন্তু করোনার কারণে নিয়ে যেতে পারছিনা। প্রতিনিয়ত যেভাবে খরচ হচ্ছে তাতে হিটলারকে বিক্রয় করা জরুরি। কিন্তু এ পর্যন্ত কেউ দাম করলো না। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাম্মেল হক জানান, ঈদ উপলক্ষে উপজেলায় ৮ হাজার ২০৫টি ও ৩ হাজার ৩০৭টি ছাগল বিক্রির জন্যে প্রস্তুত আছে। তাদের মধ্যে ‘হিটলার’ সবার বড়। করোনা ভাইরাস রোধে সরকারের কঠোর লকডাউনের কারণে আমরা ‘অনলাইন কোরবানি’র পশুর হাট’ নামে একটি সাইড চালু করেছি,সেখান থেকে পশু কেনাবেচা করা যাবে।