• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে আরও একজনের মৃত্যু,আক্রান্ত ৬২ জন 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুলাই ২০২১  

ঊর্ধ্বমুখী করোনা সংক্রমনে গত ২৪ ঘন্টায় নীলফামারীতে আরও ১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার(৯ জুলাই) সিভিল সার্জন ডাঃ সার্জন ডা. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দা মতিয়ার রহমান(৮০) সৈয়দপুর উপজেলার নিমবাগান মহল্লায় তার ছেলের বাড়িতে বেড়াতে গিয়ে করোনায় উপসর্গ নিয়ে ৬ জুলাই সৈয়দপুর হাসপাতালে ভর্তি হন। ৭ জুলাই নমুনা টেষ্টে তার পজেটিভ আসে। গতকাল বৃহস্পতিবার(৮ জুলাই) রাত সারে ১০টার দিকে তিনি সৈয়দপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে সারা দেশের ন্যায় নীলফামারীতেও চলছে কঠোর লকডাউন। ১৪ দিনের লকডাউনের ৯ দিন অতিবাহিত হলেও এখানে সংক্রমণ কমেনি, বরং বেড়েছে। শিশু থেকে বয়স্ক কেউ এর হাত থেকে রক্ষা পাচ্ছে না। ৩০ জুন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগী ছিল ১৬৭ জন ও মৃত্যুর সংখ্যা ছিল ৩৫ জন। আজ শুক্রবার পর্যন্ত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৪২ জন ও মৃত্যু বরন করেছে আরও ৫ জন। করোনার নমুনা পরীক্ষায়ও অনীহা রয়েছে এলাকাবাসীর মধ্যে। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র মতে, করোনায় এখন পর্যন্ত জেলায় ৪০ জনের মৃত্যু হলো। এর মধ্যে চলতি জুলাই মাসে ৫জন মৃত্যুবরন কনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে দুই বছরের এক  শিশু সহ ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৭৯ জনের। সংক্রমনের গড় হার ৩৪.০৭। সুস্থ্য হয়েছে ৩৮ জন।

বর্তমানে জেলায় ৪৪২ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে জেলার জেনারেল হাসপাতালে ৩৬ জন, সৈয়দপুর উপজেলা হাসপাতালে ৬ জন, ডোমার উপজেলা হাসপাতালে ২ জন, হোম কোয়ারাইটেনে রয়েছে ৩৭৯ জন ও রংপুর মেডিকেলে স্থানান্তরিত করা হয় ১৯ জনকে। এ পর্যন্ত জেলায় মৃত্যু বরন করেছে ৪০ জন।