• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে চীনের “সাইনোফার্ম” টিকা প্রদান চলছে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১  

করোনা পরিস্থিতিতে নীলফামারীতে চীনের “সাইনোফার্ম” টিকা প্রদান শুরু হয়েছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে জেলার ৭টি কেন্দ্রে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয় গতকাল সোমবার(১২ জুলাই) থেকে। মঙ্গলবার(১৩ জুলাই) জেলায় এই টিকা গ্রহণ করেছে ২ হাজার ৫১৯। এর মধ্যে নারী ৯৯৯ ও পুরুষ ১৫২০ জন। আগেরদিন টিকা নেন ৫৮৩ জন নারী সহ ১ হাজার ৪৯৪জন। গত দুইদিনে টিকা নিলেন ৪ হাজার ১৩ জন। 

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, নীলফামারী জেলায় নীলফামারীতে চীনের “সাইনোফার্ম” টিকা বরাদ্দ পাওয়া গেছে ৩৮ হাজার ৪০০ ডোজ। যা দুই দফায় ১৯ হাজার ২০০ জনকে প্রদান করা হবে।

সুত্র মতে প্রথম ডোজ নেয়ার ২৮ দিন পর ২য় ডোজ প্রদান করা হবে। কেন্দ্র পরিবর্তন করে ভ্যাকসিন প্রদান করা যাবে না। পূর্বে অন্য কোন কোভিড ভ্যাকসিন গ্রহন করেছেন এমন কাউকে এই ভ্যাকসিন প্রদান করা যাবে না এবং অনিবন্ধিত কোন ব্যক্তি এই ভ্যাকসিন নিতে পারবেন না। টিকা কেন্দ্র শুক্রবার ও সরকারী ছুটি ব্যতিত প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত খোলা থাকবে।

নীলফামারী জেলার ৭টি কেন্দ্রে এই টিকা প্রদান করা হচ্ছে। কেন্দ্রগুলো হলো জেলা সদরের জেনারেল হাসপাতাল, সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ, সৈয়দপুর, ডোমার, ডিমলা,কিশোরীগঞ্জ ও জলঢাকা উপজেলা হাসপাতাল।