• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

জলঢাকায় বুড়িতিস্তা নদীতে ডুবে কিশোরীর মৃত্যু 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ আগস্ট ২০২১  

নীলফামারীর জলঢাকায় বুড়িতিস্তা নদীতে ডুবে ১০ বছর বয়সী মীম আকতার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ডাউয়াবাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মীম শৌলমারী ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার হালিমুর ইসলামের মেয়ে। সকালে নানির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলো সে। 

ডাউয়াবাড়ি ইউনিয়নের চার নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক জানান, নদীতে ভাসতে দেখে স্থানীয়রা মেয়েটির লাশ উদ্ধার করে। পরে জানাজানি হলে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরিবারের লোকজন নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়। 
শৌলমাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাণজিত রায় পলাশ জানান, বিষয়টি জানার পর পরিবারের লোকদের খবর দেয়া হয়। সেখান থেকে লাশ নিয়ে আসেন তারা। জানা গেছে আত্মীয়ের বাড়িতে বেরাতে যাচ্ছিলো সে। 

জলঢাকা থানার উপ পরিদর্শক আব্দুল হামিদ বলেন, নানির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলো সে। নদীর পাড় হওয়ার সময় হয়তো সে ডুবে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।