• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কিশোরগঞ্জে বালু চুরির মামলায় বিএনপি নেতা গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ আগস্ট ২০২১  

নীলফামারীর কিশোরগঞ্জে বালু চুরির মামলায় আতাউর রহমান আতা নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সৈয়দপুর থেকে তাকে গ্রেফতার করে সোমবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

আতাউর রহমান আতা উত্তর বাহাগিলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে ও বাহাগিলী ইউনিয়ন বিএনপির সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, নর্থ পোল্ট্রি ফার্মের উত্তর বাহাগিলী মৌজার জমি থেকে আসামিরা এক্সকেভেটর মেশিন দিয়ে গর্ত করে বালু উত্তোলন করেন। ২৮ জুলাই উত্তোলনকৃত বালু ট্রাকে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় ওই পোল্ট্রি ফার্মের ম্যানেজার বিল্লাহ মারধরের শিকার হন।

এ ঘটনায় ফার্মের ম্যানেজার বাদী হয়ে ওই বিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে ফার্মের জমি থেকে ৫ লাখ টাকার বালু চুরির মামলা করেন। পরে ৩১ জুলাই রাতে স্টিল ব্রিজ সংলগ্ন স্থানে বাদীর মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার অভিযোগে ওই বিএনপি নেতাসহ ৮ জনের বিরুদ্ধে থানায় আরো একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলতাব ও এসআই রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি আতাউর রহমানকে পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।