• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ডিমলায় বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগারসহ ৫টি প্রকল্পের উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১  

নীলফামারীর ডিমলায় বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগারসহ ৫টি প্রকল্পের উদ্বোধন করলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগার, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা পরিষদ হলরুম, অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদ ভবনের ৩য় তলায় নির্মিত নন্দনকানন এর উদ্বোধন করেন, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ততিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ।

উদ্বোধন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মান বাবদ নগদ অর্থের চেক বিতরন করা হয়।