• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে শিশু বিনোদন কেন্দ্র ‘আনন্দ মেলা’র নির্মাণ কাজ শুরু   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১  

নীলফামারীতে ‘আনন্দ মেলা’ নামে শিশুদের বিনোদন কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ কামাল স্টেডিয়াম চত্তরে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ভিত্তিফলক উম্মোচন করে ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বিনোদন কেন্দ্রেটি পরিপূর্ণ রূপ পাবে আগামী এক বছরের মধ্যে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন,নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন উন্মুক্ত স্থানে ‘আনন্দ মেলা’ শিশুপার্ক হওয়ায় শহরে প্রথমবারের মতো শিশুদের জন্য একটি বিনোদনের ব্যবস্থা হলো এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের শিক্ষার পাশপাশি খেলাধুলা ও বিনোদন সমপরিমান গুরুত্বপূর্ণ। আমি এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য জেলা ক্রীড়া সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।