• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

রংপুর অঞ্চলে বোমা বানাতেন ওয়াহেদ: সংবাদ সম্মেলনে র‌্যাব 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১  

নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব। জেলার বিভিন্ন স্থান থেকে আটক হওয়া পাঁচজনের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকরা হলেন- ওহিদুল ইসলাম, ওয়াহেদ আলী, আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম ও নুরুল আমিন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক শেখ আল মঈন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নীলফামারীর বিভিন্ন জায়গা থেকে ওই পাঁচজনকে আটক করা হয়। আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে সোনারায় ইউনিয়নের পুটিহারীর শরিফুল ইসলামের বাড়িটি ঘিরে রাখা হয়। পরে অভিযান চালিয়ে বোমাসদৃশ বস্তু উদ্ধার করে বোম ডিসপোজাল ইউনিট।

র‌্যাব কর্মকর্তা শেখ আল মঈন বলেন, ওয়াহেদ আলীর নেতৃত্বে এ বাড়িতে বোমা তৈরি করা হতো বলে আমরা জেনেছি। রংপুর অঞ্চলে সেই এ কাজ করতেন। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-১৩ রংপুর কার্যালয়ে নেয়া হয়েছে। বিকেলে রংপুরে অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।