• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

জলঢাকায় ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনের মৃত্যু 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১  

নীলফামারীর জলঢাকায় ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে তিথি মনি (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের আদর্শপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, মৃত তিথি মনি উপজেলার শিমুলবাড়ী বেরুবন্দ এলাকার তৈয়ব আলী মেয়ে। ৬ ডিসেম্বর মায়ের সাথে ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে আসে মৃত তিথি মনি এবং ছোট বোন তামান্না।

ঘটনার দিন বাড়ির পিছনে থাকা পুকুরে তামান্না আক্তার পড়ে গেলে তাকে বাঁচাতে বড় বোন তিথি মনি পুকুরে ঝাঁপ দেন। ছোট বোনকে বাঁচাতে পাড়লেও নিজে পুকুরের একটি বড় গর্তে ডুবে যায় তিথি মনি।

পরে এলাকাবাসীর সহযোগিতায় তিথির লাশ তোলা হয় এবং আশংকাজনক অবস্থায় তামান্নাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে সে সুস্থ আছে বলে জানিয়েছে আত্মীয়স্বজন।

বিষয়টি নিশ্চিত করেছেন মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, আমরা ঘটনা স্থলে গিয়েছিলাম। ছোট বোন তামান্নাকে রংপুরে পাঠানো হয়েছে এবং স্থানীয়রা বড় বোনের লাশ উদ্ধার করে।