• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২  

আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে আবৃত এই জনপদ। হিমেল হাওয়ায় আর কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে অসহায় দারিদ্র মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে শীতার্ত মানুষ। দুর্ঘটনা এড়াতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে ভারী যানবাহন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, এই অঞ্চলে রাতে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কয়েক দিন এমন তাপমাত্রা বিরাজ করতে পারে।