• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরে ক্যানেলের মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ মার্চ ২০১৯  

তিস্তা ব্যারেজ সেচখালের নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নে পাঠানপাড়া নামকস্থানে  অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগে সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে সেচখালের মাটি কাটার অপরাধে এক ব্যাক্তির  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেষ্ট হিসাবে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার সেখানে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন।

এলাকাবাসীর অভিযোগ একই গ্রামের মৃত জালাল খানের ছেলে সবুর খান গোপনে প্রতিদিন সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের আওতায় থাকা সেচখালের  মাটি কেটে মাহিন্দ্র ট্রাক্টরের মাধ্যমে বিক্রি করে আসছে। এ জন্য তিনি সেচখালের একটি অংশ মাটি দিয়ে বন্ধ করে পথ তৈরী করে। 

সংশ্লিষ্ট সুত্র মতে ভ্রাম্যমান আদালতের আইনের তফসিলভূক্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ওই ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সবুন খান জরিমানার টাকা প্রদান করে মুক্তি পান। সেই সঙ্গে তাকে সেচখালটি পরিস্কার করার আদেশ দেয়া হয়।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে গনমাধ্যমতে নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।