রঙ্গপুর বুক মিউজিয়ামে ৫ হাজার বই দিলেন কবি ফারুক
– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৭ মে ২০২২

নিজের সংগ্রহশালা থেকে ৫ হাজার বই রঙ্গপুর বুক মিউজিয়ামে দিয়েছেন বইপ্রেমী কবি ফারুক প্রধান। গতকাল বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় নগরীর ধাপ এলাকায় নিজ বাসভবনে বই প্রদানের ঘরোয়া আয়োজন করা হয়। নিজ হাতে প্রায় ৫০ বছর ধরে জমানো বইয়ের সম্ভার থেকে ৫ হাজার মূল্যবান বই রঙ্গপুর বুক মিউজিয়ামকে হস্তান্তর করেন।
মূল্যবান এ উপহার গ্রহণ করেন মিউজিয়ামের প্রতিষ্ঠাতা সংগঠক, সাহিত্য ও সংবাদকর্মী জাকির আহমদ। এ সময় ফারুক প্রধানকে রঙ্গপুর বুক মিউজিয়ামের পক্ষ থেকে কৃতজ্ঞতা সনদ প্রদান করা হয়।
ফারুক প্রধান পরিচয়ে একজন কবি। তিনি কবিতা লেখেন, আবৃত্তি করেন এবং বই সংগ্রহ করেন, এই তিন পরিচয়েই পরিচিত। তার সংসার নেই, সন্তানও নেই। আছে অসংখ্য ভক্ত, বইপ্রেমী-গুণগ্রাহী ও শুভান্যুধায়ী। কবি ফারুক প্রধান নিজে ছড়া-কবিতা লেখায় যেমন পটু, তেমনি তিনি বইপোকা। অন্তত আড়াই হাজার বই পড়েছেন তিনি।
কবি ফারুক প্রধান জানান, রংপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় বই সংগ্রহের নেশা জাগে তার। এরপর শুরু করেন বই সংগ্রহ। যখনই ভালো বই চোখে পড়েছে, তখনি তা কিনেছেন। নিজে পড়ে অন্যকেও বই দিতেন। দিনে দিনে তার বাড়তে থাকে সংগ্রহশালা, যা এখনো থামেনি।
ষাটোর্ধ্ব এই বইপ্রেমীর কাছে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ অনেক বই রয়েছে। তিনি দেশ ও বিদেশের বহু গুণী লেখকের বই সংগ্রহ করেছেন। বিশেষ করে বিদেশি লেখকদের বিভিন্ন বই তার কাছে রয়েছে। বাংলায় অনুবাদ করা বিভিন্ন লেখকের ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্য নির্ভর বইগুলোকে তিনি আগামী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সংগ্রহ মনে করতেন। তাই কখনো পছন্দের বই কিনতে পিছপা হননি।
কবি ফারুক প্রধান রংপুর উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করে রংপুর সরকারি কলেজে ভর্তি হন। সেখান থেকে ইন্টারমেডিয়েট শেষ করে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি কোনো চাকরি করেননি। গুণী এই কবির বিশ্বাস তার সংগ্রহশালা থেকে রঙ্গপুর বুক মিউজিয়ামে হস্তান্তর করা বইগুলো আগামী প্রজন্মের জন্য অনেক বেশি গুরুত্ববহন করবে।
সন্ধ্যায় আলমিরা থেকে একটা একটা করে প্রায় পাঁচ হাজার বই সাজানো হয়। পরে সেগুলো বাঁধাই করে একটি ছোট্ট পিকআপ ভ্যানে নিয়ে যাওয়া হয়। পঞ্চাশ বছরের জমানো সংগ্রহশালা থেকে একসঙ্গে পাঁচ হাজার বই হস্তান্তরের সময় অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন কবি ফারুক প্রধান। তার এই মহতি উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিউজিয়ামের পক্ষে কৃতজ্ঞতা সনদ প্রদান করেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক রানা মাসুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, ছড়াকার শরিফুল আলম অপু, কবি ফারুক প্রধানের ভাই গোলাম রব্বানী প্রধান, গোলাম সাদিক প্রধান, গোলাম সাব্বির প্রধান, পাতা প্রকাশের কর্মকর্তা শাহরিয়ার শয়ন, তাফসিরুল ইসলাম, সৌখিন বাবু প্রমুখ।
প্রসঙ্গত, ২০২১ সালের মার্চে বিশিষ্ট লেখক ও গবেষক মতিউর রহমান বসনীয়া কিছু বই প্রদানের মাধ্যমে রঙ্গপুর বুক মিউজিয়ামের যাত্রা শুরু হয়। বই সংগ্রহ কার্যক্রম এখনো চলমান। যে কেউ চাইলে এই মিউজিয়ামে বই প্রদান করতে পারবেন। রঙ্গপুর বুক মিউজিয়ামটি রংপুর সদর উপজেলার দক্ষিণ মমিনপুরের লস্করবাড়িতে প্রতিষ্ঠা করা হবে।
- শিশুদের টিকা নিতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে
- মিঠাপুকুরে প্রশাসনের উদ্যোগে ৩০ বছর পর লিজ মুক্ত শালমারা নদী
- সাদুল্লাপুরে তিন কন্যার বাড়িতে উপহার পাঠালেন পুলিশ সুপার
- জ্বর হলে ডেঙ্গু না কোভিড কীভাবে বুঝবেন
- ফুলবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিলো কিশোর
- `হার্ডিঞ্জ ব্রিজের তুলনায় পদ্মাসেতুতে ৫০ হাজার কোটি টাকা সাশ্রয়`
- করোনা রোধে দেশের শিশুদেরও টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার
- `শিশু অধিকার সুরক্ষায় গৃহীত কর্মসূচি বাস্তবায়নে জোর দিতে হবে`
- আফগানিস্তানকে ১ কোটি ডলার সহায়তা দেবে জাতিসংঘ
- ভাষাসৈনিক মতিউর রহমান বসনীয়া আর নেই
- `২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ সরকার`
- `যুবসমাজকে মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে হবে`
- একদিনে পদ্মাসেতুতে ২ কোটি টাকা টোল আদায়
- পদ্মা সেতু স্বাধীন জাতিরাষ্ট্রের একটা অসম্পূর্ণতা মিটিয়েছে
- হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় কর্মসংস্থান হবে ৩ হাজার
- বাংলাদেশসহ ত্রিদেশীয় সিরিজের সময়সূচি ঘোষণা নিউজিল্যান্ডের
- ছেলের নাম জানিয়ে ছবি পোস্ট করলেন সিয়াম
- যেমন হতে হবে কোরবানির পশুর বয়সসীমা
- ‘২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
- বিরামপুর সীমান্তে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা
- মধ্যপাড়ায় খনি শ্রমিকের সন্তানদের শিক্ষা উপবৃত্তি দিলো জিটিসি
- বেরোবির সামাজিক বিজ্ঞান অনুষদ জার্নালের মোড়ক উন্মোচন
- করোনা শনাক্ত ছাড়ালো দুই হাজার, মৃত্যু ২
- প্রেমের প্রস্তাব দেওয়া নিয়েই খুন হন ফিরোজ, আসামিদের স্বীকারোক্তি
- পথে থেতলে গেল শরীর, মজুরি নিয়ে ঘরে ফেরা হলো না আর
- হাজার কেজির ‘কিং অব কুড়িগ্রাম’র দাম ১৫ লাখ টাকা
- দিনে অনশন কলেজছাত্রীর, গভীর রাতে বিয়ে
- টাকা জোগাড়ে ব্যস্ত বাবা, ঘরেই জন্ম নিলো তিন কন্যা
- কুড়িগ্রামে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস নিলো কিশোর
- রাজস্ব আয় বেড়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ
- মালয়েশিয়ার বিপক্ষে ভালো করার প্রত্যয় ফুটবলারদের কণ্ঠে
- দিনাজপুরে ৮০০ কোটি টাকার লিচু বিক্রির আশা
- সার্টিফিকেটে বয়স কমিয়ে চাকরি নেওয়া কি জায়েজ?
- হিলারিকে দিয়ে ইউনূস বিশ্বব্যাংকের পদ্মা সেতুর টাকা বন্ধ করিয়েছিল
- পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র : জড়িতদের খুঁজতে রুল শুনবেন হাইকোর্ট
- ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে অর্ধশতাধিক সুপারি গাছ কর্তন
- হজ পালনে সৌদিতে ৩৮৮৮৯ বাংলাদেশি
- মালদ্বীপে দাবায় বাংলাদেশের ওয়ারসিয়া খুশবুর স্বর্ণ জয়
- দেখা দিলেন নতুন এক মম
- কোরবানির প্রয়োজনীয় কিছু মাসায়েল
- বন্যাদুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পাঠানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
- আওয়ামী লীগ সবসময় উজানে নাও ঠেলে চলেছে: প্রধানমন্ত্রী
- একটি শিশুকে বাঁচাতে ৫ শতাধিক উদ্ধারকর্মীর ১১০ ঘণ্টার চেষ্টা
- বর্ষায় নীলে নীলাম্বরী
- ‘ধর্ষণ করলেই জিনের আছর পড়বে না’ কবিরাজের এমন কথায় শিশুর সর্বনাশ
- আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- `দক্ষিণবঙ্গের অর্থনৈতিক মুক্তির নামই পদ্মাসেতু`
- ধান-চালের মজুদ ঠেকাতে ও বাজার তদারকি করতে মাঠে ৮টি টিম
- বন্যার সময় সহজ যোগাযোগের জন্য পদ্মাসেতু আশীর্বাদ হবে
- বন্যার্তদের জন্য বিজিবি মেডিক্যাল ক্যাম্প