• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরে পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা-মাড়াই             

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মে ২০২২  

নীলফামারীর সৈয়দপুরে পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা-মাড়াই। সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। কখনো রোদ, বৃষ্টি আর কখনো মেঘের আনাগোনায় দিশেহারা কৃষকরা। 

তাই তারা ধান মাড়াই ও শুকাতে নাইলনের নেট তৈরি করে নিচ্ছেন দর্জিদের কাছে। এজন্য দর্জিকে সেলাই বাবদ দিতে হচ্ছে ২০০-৩০০ টাকা। এতে সৈয়দপুরে রেললাইনের দুই ধারে দর্জি দোকানগুলোতে ব্যস্ততা বেড়েছে। 

নেট সেলাই করতে আসা কৃষক শমসের আলী জানান, এ বছর প্রাকৃতিক দুর্যোগ বেশি। ফলে বোরো ধান কাটা থেকে মাড়াই ও শুকাতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নেট হলে যে কোনো জায়গায় ধানের আঁটি রাখা যায়, ধান শুকানো যায়। আর হঠাৎ বৃষ্টি এলে দ্রুত তুলে নেওয়া যায়। 

দর্জি সলেমান ও সাইদ আলী জানান, এ বছর নেটের চাহিদা বেড়েছে। অন্যান্য কাজ ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ধান শুকানোর নেট তৈরি করছি। কাজ কম, কিন্তু মজুরি ভালো। প্রতিটি নেট সেলাই করে ২০০-৪০০ টাকা মজুরি পাওয়া যাচ্ছে।  

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম জানান, এ বছর দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় ধান কাটতে যেমন সমস্যা হচ্ছে, শুকাতেও দুর্ভোগ পোহাচ্ছেন কৃষকরা। তবে এই নেটের কারণে কৃষকরা অনেক সুবিধা পাচ্ছেন। 
কে/