• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুলাই ২০২২  

নীলফামারীর ডোমারে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মন্টুয়া (৬০) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) রাতে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মন্টুয়া ডোমার থানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দীর্ঘ দিন কর্মরত ছিলেন। তিনি ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ড থানাপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে খুলনা থেকে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি ডোমার স্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল। ওই সময় স্টেশন থেকে ৫০০ গজ দূরে রেললাইন পার হওয়ার সময় মন্টুয়া ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।