• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

নীলফামারী জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

নীলফামারী জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (২৫ জুলাই) জেলা শিল্পকলা অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যায় ইয়াহিয়া আবিদকে সভাপতি এবং আজাহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। 

সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকম যুগ্ম সাধারণ সম্পাদক ও ছয়জন সদস্যসহ ১০ জনের নাম ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। 

সকাল ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক  ইয়াহিয়া আবিদ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ,সহসভাপতি অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।

দ্বিতীয় অধিবেশন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইয়াহিয়া আবিদ সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ওই পদে নির্বাচন হয়। নির্বাচনে আজাহারুল ইসলাম ২০২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী মৃনাল কান্তি রায় ৩৭ ভোট পায়।