• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুইজন নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২  

নীলফামারীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুইজন নিহত                   
নীলফামারীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরো ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার (৩০ জুলাই) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বৃষ্টি চলাকালে জেলার সদর উপজেলার কচুকাটা ও রামনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রামনগর ইউনিয়নের চাঁদেরহাট আদশ পাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে রেজওয়ান ও কচুকাটা মাঝা পাড়া এলাকার কিনা উদ্দিনের ছেলে মোকছেদুল ইসলাম।

আহতরা হলেন, রামনগর ইউনিয়নের মোতাকুল(৩০), সালা উদ্দিন(৪৫), মোজাম্মেল (৩৫) সরিফা(৩৫)।

রামনগর পরিষদ চেয়ারম্যান ওবাইদুল ইসলাম বলেন, রেজওয়ান নামের এক যুবক মারা গেছেন এবং ৪ জন হাসপাতালে আছে।

কচুকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউপ চৌধুরী বলেন, মাঝা পাড়ায় মোকছেদ নামে একজন মারা গেছেন। উনি ক্ষেতে কাজ করার জন্য বাইরে গিয়েছিলেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ বলেন, চাঁদের হাট ও কচু কাটায় ২ জন বজ্রপাতে নিহত হয়েছেন৷ থানা থেকে লোক পাঠানো হয়েছে। আহতদের হয়ে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে।